দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি ও দৌলতপুর দোকান মালিক সমিতিকে ১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, এ্যাড. নজরুল ইসলাম ও আশিশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান মজনুসহ সংশ্লিষ্টগণ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী বুঝে নেন। এরপর দৌলতপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের হাতে ১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এর প্রতিনিধি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক বলেন, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, দৌলতপুর হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে, এসব কথা ভেবেই মানুষকে বাঁচাতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এ উদ্যোগ নিয়েছে। যেহেতু আমি দৌলতপুরের মানুষ, তাই এই দুঃসময়ে দৌলতপুরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হিসেবে করোনা আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

Discussion about this post