গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাতটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন এ দিবসের আনুষ্ঠানিকতা।
পরে উপজেলা বিএনপি, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠন এবং প্রেসক্লাবের সদস্যরা শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া দিনভর আলোচনা সভা ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও প্যাগোডায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
এদিকে উপজেলার মহিপুর, কুয়াকাটায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Discussion about this post