গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে বিনামূল্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল ল্যাপটপ বিতরণ করেন।
এ সময় উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী শান্তনু দত্ত, ফিল্ড আইসিটি টেকনিশিয়ান শাহরিয়ার নাজিম, প্রশিক্ষক নয়ন মাহামুদ, আহনাব ঝলক আহম্মেদ, প্রশিক্ষাণার্থী শেখ জেরিন হেরা ইসলাম তুর্ণা, জেরিন তাসলিন স্বর্ণা প্রমুখ উপস্থিত ছিলেন।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post