দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ৪জন গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাকারী।
শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার গরু ব্যাবসায়ীদের বাড়ি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায়।
গরু ব্যবসায়ী রবিউল ইসলাম (৪৫) জানান, তারা ঢাকা থেকে গরু বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।
শুক্রবার ভোরে ডাংমড়কা বাজারে বাস থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন। ডাংমড়কা-মহিষকুন্ডি সড়কের মহিষকুন্ডি আঞ্জু পাগলীর আস্তানার সামনে পৌঁছালে ৯জন সশস্ত্র ছিনতাইকারী তাদের পথ রোধ করে।
তারা রামদা, হাসুয়া ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে গরু ব্যবসায়ীদের বেধড়ক মারপিট করে এবং আমার (রবিউল ইসলাম) কাছে থাকা ২ লাখ ১৫ হাজার টাকা, নান্টু ব্যাপারীর কাছে থাকা ২ লাখ ৫ হাজার, মজিবর ব্যাপারীর কাছ থাকা ২ লাখ টাকা এবং রকমান ব্যাপারীর কাছ থাকা ১ লাখ টাকা সহ মোট ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে গরু ব্যবসায়ী রবিউল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করছে। খুব দ্রুত অস্ত্রধারী ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হবে।

Discussion about this post