মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এ দেশ থেকে আওয়ামীলীগ ফ্যাসিস্টদের বিদায় হলেও তাদের দোসর ও প্রেতাত্মা এখনও রয়ে গেছে।
আজ শনিবার (১ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট ট্রর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তায় এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের কিছু দুর্নীতি পরায়ন কর্মকর্তাদের মদদে ফ্যাসিস্টরা আবারও দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার মাটিতে তাদের কোন ঠাই হবে না। তারা যাতে কোন অবস্থায় আবার মাথা চারা দিয়ে উঠে দাড়াতে না পারে সে জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক দিক নির্দেশনায় গ্রহণযোগ্য সুষ্ঠুু একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে এবং দেশ পরিচালনা হবে। সংস্কারের নামে নির্বাচন দেরী করা কোন সমাধান নয় বলে তিনি উল্লেখ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।
অনুষ্ঠানে সভাপপতিত্ব করেন মির্জাপুর পৌরসভার বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব।
উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা খন্দকার মোবারক হোসেন, হামিদুল ইসলাম লাঠু ও সেলিম হোসেন প্রমুখ।

Discussion about this post