নিজস্ব প্রতিবেদক: রাতের আধারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বালি চুরি করে প্রায় কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বলি মহল পরিচালনা করছে শিমুল ও জিসান।
এলাকার প্রভাবশালীর আত্মীয় হওয়ায় এলাকাবাসীকে বদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে সারারাত বালু চুরি। তবে আবাসিক এলাকায় রাতভর অবৈধ ট্রলি চলাচল বন্ধের নির্দেশ দিলেও আমলে নেয়নি কতৃপক্ষ।
কুষ্টিয়া সদর উপজেলার ১নং হাটশ হরিপুর ইউনিয়নের ফুলতলা এলাকায় রাতের আধারে দীর্ঘদীন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এই অসাধু চক্র।এই অসাধু চক্রের কাছে জ্বিম্মি হয়ে পড়েছে হাটশ হরিপুর নদীরকূল বাইপাস এলাকার বাসিন্দারা। রাত হলেই শুরু হয়ে যায় বালি চুরি। ট্রলির মাধ্যমে বালি হস্তান্তর করেন এই অসাধু চক্র। যার কারণে গভীর রাতে এই এলাকার মানুষ ট্রলির শব্দে ঘুম হারাম এলাকাবাসীর।
এলাকাবাসী দ্রুত সমাধানের জন্য কুষ্টিয়া মডেল থানা, এসিল্যান্ড অফিস ও মাননীয় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ২ নং ওয়ার্ডের বাইপাস সড়কের এলাকাবাসী অভিযোগে উল্লেখ করেন দীর্ঘদিন যাবৎ কিছু অসাদু ব্যাক্তি রাতের অধারে বালি উওোলন করছে যার ফলে আমারা এলাকাবাসী সারারাত ঘুমাতে পারি না।আমরা এলাকাবাসী খুব শিঘ্রই এই সমস্যার সমাধান চাই।
অভিযোগ দিলেও এখন পর্যন্ত নেই কোন অভিযান হতাশ এলাকাবাসী- ২নং ওয়ার্ডে এলাকাবাসী শাহিন (মাস্টার) বলেন -আমরা এলাকাবাসী এই অসাধু চক্রের কাছে জিম্মি। রাত ২ টা থেকে সকাল ৮ পর্যন্ত ফিলিম বালির ট্রলি চলাচল করে যার ফলে আমরা ঘুমাতে পারি না।আমার বাবাও একজন বৃদ্ধ মানুষ তিনি হৃদরোগী এই ট্রলির শব্দে রাতে ঠিকমত ঘুম পারতে পারে না। আমরা এলাকাবাসী অনেকবার নিষেধ করার পরেও প্রভাবশালী রাজনৈতিক নেতার বংশের হওয়ার আইনকানুন মানছে না।তাই আমারা অভিযোগ দিয়েছি আশা করি খুব দ্রুত সমাধান হবে।আর যদি না হয় আমরা কঠোর আন্দোলনে যাব।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু বলেন- এই বালু মহলের সাথে বিএনপি কোন সম্পৃক্ততা নেই।আমাদের সকল নেতাকর্মীদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে কোন নেতাকর্মী যদি অবৈধ বালু মহলের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।তবে আমি মনে করি অবৈধ বালির ঘাট বন্ধ হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত এই বিষয়ে ব্যাবস্হা গ্রহণ করবেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি বলেন-“আমি লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে ইওনো/এসিল্যান্ড নির্দেশনা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব”।

Discussion about this post