সেলিম আহামেদ তাক্কু ॥ “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয?োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সার্বিক তত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাইসুল ইসলাম, সদকী ইউপির সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমূখ আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যালয় থেকে ১০০ জন প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Discussion about this post