হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২৫ মৌসুমে ইটভাটায় ভ্রাম্যমান আদালত ও ভাটা বন্ধ না করার দাবিতে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দৌলতপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার সকল ইট ভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান,সাধারণ সম্পাদক বসির আহমেদ, ভাটা মালিক নূরুল ইসলাম, ইয়াসিন শাহ্,শহিদুল ইসলাম ওলি,মো.জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইট ভাটা পরিচালনা করে আসছি।কিন্তু ২০১৩ ও ২০১৯ সালে বিগত সরকার কালো আইন করে,আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।বর্তমানে আমরা নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও আমাদের লাইসেন্স দেয়া হচ্ছে না। এপরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইট ভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী’র নিকট স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকরা।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ৪, ২০২৫//

Discussion about this post