হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২৫ মৌসুমে ইটভাটায় ভ্রাম্যমান আদালত ও ভাটা বন্ধ না করার দাবিতে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দৌলতপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার সকল ইট ভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেয়।এসময় বক্তব্য রাখেন,দৌলতপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান,সাধারণ সম্পাদক বসির আহমেদ,ভাটা মালিক নূরুল ইসলাম,ইয়াসিন শাহ্,শহিদুল ইসলাম ওলি,মো.জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ইট ভাটা পরিচালনা করে আসছি।কিন্তু ২০১৩ ও ২০১৯ সালে বিগত সরকার কালো আইন করে,আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।বর্তমানে আমরা নিয়ম মাফিক সকল কাগজপত্র জমা দিলেও আমাদের লাইসেন্স দেয়া হচ্ছে না। এপরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে চলতি মৌসুমে সকল ইট ভাটা বন্ধ না করে আগামী কয়েক মাস সময় দিয়ে ভাটা পরিচালনার সুযোগ দেয়ার দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী’র নিকট স্মারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকরা।

Discussion about this post