জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারায় যাকাত ও ওশর শীর্ষক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৫শে মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ মসজিদ মিশন ভেড়ামারা উপজেলা শাখা আয়োজিত উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা মসজিদ মিশনের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ভ. আ ছ ম তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মসজিদ মিশনের কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, সেক্রেটারি ড. নূরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা মসজিদ মিশনের উপদেষ্টা জালাল উদ্দিন, হাফেজ হারুনার রশিদ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন, আলহাজ্ব মোলায়েম হোসেন।

Discussion about this post