মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে কুষ্টিয়া মিরপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলা কার্যালয়ের কর্মকর্তা রোকসানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নারীরা ঘরে বসে না থেকে নিজ উদ্যোগে সাবলম্বী হবে। তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য”।
জাতীয় মহিলা সংস্থা মাঠ সমন্বয়কারী এ.টি.এম.মনিরুজ্জামান ভূঁইয়া’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রশীদ সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে ২০২৪-২৫ অর্থবছরের আশি দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দুইটি ক্যাটাগরিতে ৩০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণের মধ্যে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

Discussion about this post