জাহিদ হাসান : কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও দুইটি ইটভাটাকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমান করা হয়।
গতকাল বুধবার (৫শে মার্চ) সকাল ১১ টায় হাইকোর্ট বিভাগে রিট আদেশের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালিত করে।
এ সময় বন্ধ করে দেয়া হয় অবৈধ পাঁচটি ইটভাটা ও সিলগালা করে ভাটা গুলো প্রধান ফটকে বন্ধের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
সিলগালা ভাটাগুলো হলো- কেএমবি ব্রিকস, এএন্ডএইচ ব্রিকস, এনএসবি ব্রিকস, এএমবি ব্রিকস ও এজিএম ব্রিকস। এছাড়া মান্নান মন্ডল ব্রিকস ১ লক্ষ ও আইএসআর ব্রিকস ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে গত ২৯/০১/২০২৫ তারিখে প্রদত্ত আদেশ ও ২৪/০২/২০২৫ তারিখের নির্দেশনা অনুযায়ী অদ্য ভেড়ামারা উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। ভেড়ামারা উপজেলায় মোট ৪৪টি ইট ভাটা রয়েছে। যার মধ্যে ৩০টি ভাটার কার্যক্রম হাইকোর্টের রিট পিটিশনের আওতায় রয়েছে। ৩টি ভাটার লাইসেন্স রয়েছে। তবে ১১টি ভাটার কোন কাগজ পত্র নেই। এদের মধ্যে ৫টি ভাটাকে আজ অভিযানে বন্ধ করা হয়েছে এবং আগামী অভিযানে বাকি অবৈধ ইট ভাটা গুলো বন্ধ করা হবে। এই অভিযান চলমান থাকবে।
অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সাথে সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post