সাদিয়া জাহান প্রভা, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত বিষয় নিয়ে একটা সময় খুব আলোচনায় ছিলেন তিনি। মোটকথা, সেসময়টা সুখকর ছিল না অভিনেত্রীর। ক্যারিয়ার ঠিক রাখতে নানা চড়াই-উতরাইয়ের মধ্যদিয়ে যেতে হয়েছে তাকে।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সেকথা। অভিনেত্রীর মুখে উঠে এল মিডিয়ার সিন্ডিকেটের বিষয়টিও। প্রভা বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’
তিনি আরও বলেন, ’১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’
প্রভা জানান, মুখের ওপর কাজের জন্য ‘না’ করে দেওয়া হয়নি কখনো। সম্পর্ক সুন্দর রাখতে শুধু আচরণ দিয়ে বোঝানো হত- এমনটাই হয়ত বুঝিয়েছেনও প্রভা। অভিনেত্রীর কথায়, ‘সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো, আপনি বোধহয় আর কো-অপারেট করবেন না। তখন আরকি আসলে ওরা স্কিপ করে।’
শেষে অভিনেত্রী বলেন, ‘এমন একটার কিছুর মধ্যে, এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কি না, কোনো কিছুই টের পাইনি; কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।’
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post