মিরপুর প্রতিনিধি:
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণের জন্য গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। দ্রুত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানান কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নে কেন্দ্র ঘোষিত ইফতার কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এছাড়াও তিনি আরো বলেন,২০০০ ছাত্র জনতা হত্যার জন্য শেখ হাসিনার বিচার হতেই হবে। যেভাবে মুজাহিদ, নিজামী সাঈদীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হয়েছিল। ঠিক সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হতে হবে। আমাদের হাজার হাজার মানুষকে গুম করে দেওয়া হয়েছে এদের বিচারও হতে হবে। তিনবার ভোটের অধিকার হরণ করা ও লক্ষ কোটি টাকার লুটের বিচার শেখ হাসিনার হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শাহীনুজ্জামান শাহীন, সদস্য সচিব রহমত আলী, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবু, সুলতান আলী ও ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টিপু সুলতান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

Discussion about this post