কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পরিবার থেকে সামাজিকীকরণের মাধ্যমে আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর ক্ষমতায়নে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অধিকার, সমতা ও ক্ষমতায়ন এই তিনটি বিষয় বাস্তবায়ন করলে আমাদের সমাজে বিভিন্ন সমস্যা অনেকাংশেই থাকবে না।
তিনি ০৮ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসন, কুষ্টিয়া ও মহিলা বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়ার আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কুষ্টিয়ার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’’ প্রতিপাদ্যেকে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, নারীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী দিন-রাত কাজ করছে। নারীদের বিভিন্ন প্রতিবদ্ধকতা থাকা সত্ত্বেও তারা এগিয়ে যাচ্ছে। আমরা পুরুষেরা তাদের সর্বাত্মক সহযোগী হিসেবে কাজ করব। সনাক সভাপতি আসমা আনসারী মীরু বলেন, নারী উন্নয়ন নিয়ে আরো ভাবতে হবে এবং প্রাধান্য দিতে হবে। তাহলে সামাজিক অনাচার রোধ করা যাবে। নারীকেও পুরুষদেরকে সম্মান করে পাশাপাশি চলতে হবে।
সনাক সদস্য ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী বলেন, আমরা পরিবারকে সচেতন করি না, এই দায়ভার পরিবারকেই নিতে হবে। সঠিক তদন্তের অভাবে অনেক নারীই সুষ্ঠু বিচার পান না। এই বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে নূরে সফুরা ফেরদৌস বলেন, নারীদের ঘর থেকে তৈরি হতে হবে। ঘর থেকে শুরু করলে বৈষম্য নিরসন করা সম্ভব। নারী দিবসে নারীদের স্বত:স্ফূর্ত উপস্থিতি সকল নারীর অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন, সনাক সহ সভাপতি শাহাজাহান আলী, সদস্য অশোক সাহা, তারিকুল হক তারিক, সুভাশীষ সাহা, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিবৃন্দ, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়েস ও এসিজি গ্রুপের সদস্যবৃন্দ।
সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।

Discussion about this post