আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড়ে ও ৯ মার্চ (ররিবার) সকাল সাতটার দিকে ভালুকা সরকারি কলেজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের প্রবাসী সুরুজ মিয়ার একমাত্র ছেলে উবায়দুল ইসলাম (২০)। আরেকজন ত্রিশাল গুজিয়ামের মৃত ইয়াহিয়ার ছেলে রাজমিস্ত্রী আল আমিন (২৫)।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঘটনার সময় ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে তিন বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাঁঠালি নায়েবের বাজার এলাকায় যাচ্ছিলেন উবায়দুল ইসলাম।
পথের মধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল চালক উবায়দুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সিজান, ফাহাদসহ তারা তিন বন্ধু আহত হয়।
অপরদিকে, ৯ মার্চ (রবিবার) সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় আল আমিন নিহত হন। নিহত আল আমীন নানার বাড়ি উপজেলার নারাঙ্গী গ্রামে মাকে নিয়ে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ভালুকায় পৃথক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Discussion about this post