শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় প্রায় ৫ শতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকা’র পৃষ্ঠপোষকতা, আইসিসি চিলমারীর বাস্তবায়ন ও মেধাবী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রমনা বাজারে মেধাবী কল্যাণ সংস্থার অফিস থেকে চিলমারী উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আরসিসি চিলমারী ও মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুরুল আলম উপস্থিত থেকে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, রেজাউল, সাকিব, মেহেদি, তৌহিদুল, লিটন প্রমুখ।
উপহার সামগ্রীতে ছিল চাল ১০ কেজি, সয়াবিন তেল ২ কেজি, ছোলা বুট ২ কেজি, মুগ ডাল ২ কেজি, লবণ ২ কেজি এবং চিনি ২ কেজি।
উপহার সামগ্রী প্রদান শেষে মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নুরুল আলম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এ ধরনের সহযোগিতা নিশ্চিতভাবে সুবিধাপ্রাপ্ত এ এলাকার হতদরিদ্র মানুষজনের জন্য অনেক উপকার হবে। রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে, তারা এ এলাকার মানুষের কথা চিন্তা করে প্রতিবছর এ ধরনের সহযোগিতা করে আসছেন। তাদের সহযোগিতায় আমরা এভাবে অসহায় মানুষদের পাশে থাকতে চাই।
পবিত্র রমজান মাসে এমন উপহার পেয়ে খুশি প্রাপকরাও।
উল্লেখ্য, ২০১২ সালে মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এছাড়াও অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।
এবং আরসিসি চিলমারী রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার একটি অঙ্গ সহযোগী সংগঠন যা ইতোমধ্যে চিলমারীর অসহায় দরিদ্র মানুষদের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে।

Discussion about this post