কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইসরাইল আমেরিকার গাজ্জা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর কোটালীপাড়া ওলামা, আইম্মা পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্ত¡রে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলাম কোটালীপাড়া পৌর শাখার সভাপতি মানসুর আহমেদ, কোটালীপাড়া উপজেলা শাখার নায়েবে আমীর মিজানুর রহমান হাওলাদার, মাওলানা ইলিয়াছ হোসেন, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মুফতী আ: রাজ্জাক, মুফতী মাসউদুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষাক ও মসজিদের ইমামগণ বক্তব্যে রাখেন।
বক্তারা অভিলম্বে ফিলিস্থিনে হামলা বন্ধ ও ইসরায়েল পণ্য বন্ধের দাবী জানান।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post