মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর প্রেস ক্লাবের সদস্যদের সম্মানার্থে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার ক্লাবের নিজস্ব ভবনে সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সদস্যরা একে অপরের কুশলাদি বিনিময় করেন।
প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনে এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, হাজী আছাদুর রহমন বাবু, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক সভাপতি কাঞ্চন কুমার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, দপ্তর ও প্রচার সম্পাদক আহসান হাবীব উজ্জল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার, সদস্য মোঃ মিলন আলী, কামাল হোসেন, জাহিদ হাসান, আশরাফুজ্জামান হীরা প্রমুখ। ইফতার পূর্ব দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

Discussion about this post