নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তি যোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়।
মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এর পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার সাফিউল সরোয়ার, এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণীর মানুষের।
এরপর সকাল ৯ টায় জেলা স্টেডিয়ামে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় প্যারেডে সালাম গ্রহণ করেন শিক্ষার্থীরা।কুজকওয়াজ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়।
বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

Discussion about this post