গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক কাওসার আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে গত ২৭ মার্চ বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত পত্রে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
কারন দর্শানোর নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যরেম ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই কাওসার আলীর পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করেছেন।
কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ন দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বর্হির্ভূত কার্যক্রম পরিচালণা করছেন বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টি গোচর হয়েছে বিধায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা তা আগামী ১০ দিনের মধ্যে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারন দর্শানোর জন্য নির্দেশ দেয়া হলো।
এদিকে মেহেরপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী সিন্ডিকেট করে মেহেরপুর যুবদলকে নষ্ট করার পাইতারা করছে। এছাড়া দলীয় পদ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। যাদের পদ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে তারা গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিলনা। আমরা যারা মাঠে ময়দানে ছিলাম তারা হামলা মামলার শিকার হয়েছি।
তিনি আরো বলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী জেলা সভাপতির সম্মতি ছাড়াই কারো প্ররোচনা বা স্বার্থ হাসিলের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তিনি চিঠি না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ করেছে যা সম্পূর্ণ সাংগঠনিক আইন লঙ্ঘন।
অপরদিকে যুবদলের কেন্দ্রীয় ফেসবুক পেইজে কারন দর্শানোর নোটিশ পোষ্ট করার পর অনেকেই নানা মন্তব্য করেছেন। এর মধ্যে আরিফুল ইসলাম রবিউল মন্তব্য করেছেন কাওসার আলী একজন কর্মী হওয়ার যোগ্যতা রাখেনা অথচ সাধারন সম্পাদক পদ দেয়া হয়েছে। বখতিয়ার হোসেন কাউসারের দলে ভুমিকা রয়েছে দাবি করলেও সেই দাবির প্রতি অনাস্থা জানিয়ে ইনজামামুল হক মিলন বলেছেন নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ভুমিকার কথা জানতে চেয়েছেন তখন দিনি কোন মন্তব্য করেনি।
জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান দায়িত্বশীল নেতা সে তার চিন্তা চেতনা থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর বিষয়ে মন্তব্য করেছেন। অন্য বিষয়ে কেউ তার সাথে শেয়ার করেনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী সিন্ডিকেট করে মেহেরপুর যুবদলকে নষ্ট করার পাইতারা করছেন ও কারন দর্শানোর নোটিশ দেয়ার বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Discussion about this post