গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জে কোটালীপাড়ায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার(১এপ্রিল) উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে একই গ্রামের হাসমত আলী ফকিরসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল।
এ সময় হাসমত আলী ফকির লোকজন নিয়ে বাঁধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির (৫৫), হাসমত আলী (৭০), মুকুল ফকির (৪৬), কামরুল ফকির (৬৫), তারিক ফকির (৪৫), জামসের ফকির (৩৮), সবুজ ফকির (৪০), পান্না ফকির (৬০), আব্দুল্লাহ ফকির (৩০)সহ গুরুতর আহত হয়। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসমত আলীর ছেলে ইমন ফকির বলেন, ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে আমাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল।
এ সময় আমরা বাঁধা দিতে গেলে ইব্রাহিম ফকির লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমার পিতা হাসমত আলী ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই।
ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের চাচাতো ভাই গাউস ফকির বলেন, ইউপি সদস্য ইব্রাহিম ফকির হাসমত ফকিরের জমি বাদে অন্যদের জমিতে মাছের ঘের কাটতে ছিল। যে মাছের ঘেরটি ইব্রাহিম ফকির কাটতে ছিল সেই ঘেরের মাঝখানে হাসমত ফকিরের জমি। হাসমত ফকিরের কোন জমি কাটা হয়নি। তারপরও হাসমত ফকির লোকজন নিয়ে ইব্রাহিম ফকিরের লোকজনের উপর হামলা চালায়। হামলায় ইব্রাহিম ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Discussion about this post