জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নারী শিশু-সহ হাজারো নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৮ই এপ্রিল) সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
তারা ভেড়ামারা সরকারি কলেজ থেকে বিভিন্ন ধরনের ফেস্টুন, ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ করে।
সমাবেশে সংগঠনের ভেড়ামারা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাব্বি শেখ, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ওয়াসিম আকরাম, ভেড়ামারা পৌর ছাত্রদলের আহবায়ক শ্রী অমিত রায়, ভেড়ামারা পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম, ভেড়ামারা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকাশ আলী, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আরিফুল ইসলাম নিলয় গাজী, কলেজের শিক্ষার্থী সহ বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে মোঃ রাব্বি শেখ বলেন; ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের তরুণ সমাজ হিসেবে এই হত্যা ও নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

Discussion about this post