ইরফান উল্লাহ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ক্যাম্পাসে আসার পথে গলায় রামদা ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে দিনাজপুর জেলার রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী জানান, সকাল ৬টার বাসের জন্য তিনি ভোর সাড়ে ৫টায় একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেন। একটি নির্জন পথের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদেরকে থামিয়ে দেয়। প্রথমে দুর্বৃত্তরা চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেয় এবং চালককে বেঁধে ফেলে। পরে ভুক্তভোগীর গলায় রামদা ধরে ভয় দেখিয়ে টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা ২,৫০০ টাকা দিয়ে দেন।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক নামিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকে থাকা ভুক্তভোগীর একটি লাগেজও নিয়ে যায় তারা, যাতে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল।
পরে ঐ ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে আশ্রয় নেন। তার কাছে থাকা মোবাইলফোনটি নিতে পারেনি ছিনতাইকারীরা। পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি সবসময়ই এই রাস্তায় দিয়ে একাই যাতায়াত করি। আমার সাথে পূর্বে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি তবে এখন নিরাপদে আছি।

Discussion about this post