নিজস্ব প্রতিবেদক ॥ আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে থানাপামোড়স্থ ব্যাংকের শাখায় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই কম্বল দুস্থ ও অসহায়দের মাঝে বিতরন করেন কুষ্টিয়া চেম্বারের পরিচালক বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার সাইফুল আলম মারুফ। ব্যাংকের শাখা ব্যবস্থাপক এসএভিপি এনায়েত ফকিরের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, এফএভিপি, হাবিবুর রহমান এফএভিপি,সুলতান মাহমুদ এসপিও, শাফায়েত জামিল চৌধুরী এসইও, মনিরুজ্জামান এসইও ও আবু সাদেক ইও। ইঞ্জিনিয়ার সাইফুল আলম মারুফ বলেন, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আল আরাফাহ ব্যাংক প্রতিবারের ন্যায় এবারো তাদের সামাজিক দায়বদ্ধতার বড় একটি প্রমান রাখলো। যা অন্যদের উৎসাহিত ও অনুপ্রানিত করবে। তিনি বৃত্তবানদের বঞ্চিত ও শীতার্থ ানুষদেও পাশে দাঢ়ানোর আহবান জানিয়ে বলেন, আমরা নিজ নিজ স্থান থেকে এভাবে এগিয়ে আসলে সমাজের এই শ্রেনীর মানুষ উপকৃত হতে পারবে।
ব্যাংক ব্যবস্থাপক এনায়েত ফকির বলেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বদা কল্যাণের কাজে সক্রিয় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। তিনি বলেন, আমরা ব্যবসায়ী কর্মকান্ডের মাঝে সামাজিক দায়বদ্ধতায় বিশেষ মুহুর্তে সব সময় অসহায় ও দুস্থ্যদের সেবাই কাজ করে যাচ্ছি। আজকের এই কম্বল বিতরন তারই ধারাবাহিকতার একটি অংশ। জেলার বিভিন্ন সষআনের ৪শতাধিক দুস্থ্যদেও মাঝে এই কম্বল বিতরন করা হয়।

Discussion about this post