শেখ নাদীর শাহ্, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার হরিঢালীর নগর শ্রীরামপুরস্থ আফাজউদ্দিন ট্রাস্টের ইকরা একাডেমির উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাইকগাছা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা: আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বাধন করেন।
দুবাই চ্যারেটি এসোসিয়েশন বাংলাদেশ’র অর্থাায়নে এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটি প্রকল্পের আওতায় এর বাস্তবায়ন হয়েছে।
সংস্থার প্রকল্প ম্যানেজার মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, সন্তোষ সরকার, কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি এইচ,এম, শফিউল ইসলাম, দীপ্ত নিউজ২৪.কম এর সম্পাদক শেখ দীন মাহমুদ, বিএনপি নেতা আবুল কাশেম জোয়াদ্দার, মীর শাবান আলী, শহীদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ইকরা একাডেমির শিক্ষার্থীদের পাঠদান ও শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post