মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা : মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি ও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিভাগীয় সহকারী কমিশনার (বিভাগীয় কমিশনারের একান্ত সচিব) ফারহান ফাইয়াজ।
মতবিনিময় সভায় মনপুরা উপজেলার বিদ্যুৎ সমস্যা, সরকারি কর্মচারিদের আবাসন সংকট, বেড়ি বাঁধ প্রকল্পে পাকা রাস্তা বহাল রাখা, জেলেদের নৌকা সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, পুরোহিত ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এক সরকারি সফরে বরিশাল বিভাগীয় কমিনার মনপুরায় আসেন। তিনি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। মনপুরা ডাকবাংলোতে রাত্রিযাপন করেন তিনি। পরে মতবিনিময় সভা শেষে তিনি মনপুরা ত্যাগ করেন।

Discussion about this post