কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : জনতার অধিকার, আমাদের অঙ্গিকার এই শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছে গণঅধিকার পরিষদ।
রবিবার (২০ এপ্রিল) উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসুর নেতৃত্বে মাহিন্দ্র, ইজিবাইক ও শতাধিক মোটরসাইকেল নিয়ে গণঅধিকার পরিষদের নেতাহকর্মীরা এ শোডাউন করেছে।
পরবর্তীতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অংশগ্রহণে শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী রনি, গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখা যুগ্ম আহবায়ক নেয়ামুল হক নয়ন, গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহবায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ দাড়িয়া তুহিনসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসু বলেন, গণঅধিকার পরিষদকে এ উপজেলায় শক্তিশালী করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এরই অংশ হিসেবে আমাদের এই শোডাউন।

Discussion about this post