মেহেরপুর প্রতিনিধি:
চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলায় ধানের মাঠজুড়ে দেখা দিয়েছে মাজরা পোকার ভয়াবহ আক্রমণ। এতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার হাজার হাজার কৃষক।
এ বছর মেহেরপুরে ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার হেক্টর বেশি। তবে অধিকাংশ জমিতেই এখন মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। কৃষকরা বারবার বালাইনাশক প্রয়োগ করেও রেহাই পাচ্ছেন না। পোকার আক্রমণে ধানের বাইল কেটে গিয়ে ক্ষেত নষ্ট হয়ে পড়ছে, ফলে হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা।
স্থানীয় কৃষক ইদ্রিস আলী জানান,আমরা বারবার ওষুধ দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো ফসল শেষ হয়ে যাবে।
আরেক কৃষক জালাল উদ্দিন বলেন, বাজার থেকে দামি দামি ওষুধ কিনে প্রয়োগ করেছি, তাতেও লাভ হয়নি। কৃষি অফিস থেকেও কোনো কার্যকর সহায়তা মেলেনি। এখন ধার দেনা কীভাবে শোধ করবো, তা নিয়ে চিন্তায় আছি।
কৃষক ওমর ফারুক বলেন,সারা বছরের খরচের ভরসা ছিল এই বোরো ধান। এখন মাজরা পোকার আক্রমণে সব শেষ হয়ে যাচ্ছে। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে পথে বসতে হবে।
এ বিষয়ে জানতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

Discussion about this post