মীর আনোয়ার হোসেন টুটুল:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে পিকআপের চালক হেলপারসহ তিন জন নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন
আজ বৃহস্পতিবার ( (৮ মে) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনের মধ্যে একজনের পরিচয় পারচয় পাওয়া গেছে। তার নাম মিকাইল হোসেন (৩৫)। পিতার নাম মো. আব্দুর রশিদ মিয়া। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। মিকআইল গাজীপুর এলাকায় একটি পোষাক কারখানায় কাজ করতেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শিরা জানায়, পোষাক শ্রমিক মিকাইল হোসেন পিকআপ ভ্যান ভাড়া করে মালামাল ও পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। গোড়াই এলাকায় মহাসড়কের উপর একটি ট্রাক দাড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চালক, হেলপার ও পোষাক শ্রমিক মিকয়াইল নিহত হন।
এই ঘটনায় মিকআইর মিয়ার স্ত্রী ও অপর সদস্যরা আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধারের পর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন পুলিশ। নিহত তিন জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক মো. শাহআলম বলেন, তিন জন নিহতের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে।

Discussion about this post