মো. ছালাহ উদ্দিন, মনপুরা (ভোলা) সংবাদদাতা : ভোলার মনপুরায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রলীগ সভাপতিকে আটক করে পুলিশ।
পরে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
তবে পরিবার দাবী করেন, শামসুদ্দিন সাগর চার বছর পূর্বে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তারনামে থানায় কোন মামলা নেই। পুলিশ মামলা ছাড়াই একজন সরকারী স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নিষিদ্ধি সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলার সভাপতি শামসুদ্দিন সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গতবছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Discussion about this post