মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দূর্ঘটনায় তাসমিয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কাজিপুর গ্রামের খন্দকারপাড়ার প্রবাসী জয়নাল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাসমিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী স্টারিং গাড়ি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post