গাজীপুর শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা আবু তাহের প্রধান বাদী হয়ে আইনুল হক ভূইয়া (৪০), মোঃ ইব্রাহিম (৪৫), মুরাদ ভূইয়া (৩৫), সৌরভ ভূইয়া (২২) আঃ মোতালেব সহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত (৪ মে) দুপুর ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লি. এ ঘটনা ঘটে।
আবু তাহের প্রধান লিখতিত অভিযোগে উল্লেখ্য করেন, আমি বহেরারচালা গ্রামে অবস্থিত ‘ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লি. এর বৈধ ওয়ার্ক অর্ডার প্রাপ্ত হইয়া সুনামের সহিত ব্যবসা করিয়া আসিতেছি। অভিযুক্তরা অন্যায় ভাবে লাভবান হওয়ার আশায় আমার ব্যবসায় বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছে। গত রবিবার (৪ মে) দুপুর ২ টা সময় আমি ও আমার নিজস্ব প্রাইভেটকারে আমার শ্যালক- মীম সরকার বাপ্পীকে সাথে নিয়া ভিনটেজ ডেনিম এ্যাপারেলস লিঃ হইতে বাহির হওয়ার উদ্দেশ্যে দুই নাম্বার গেইট থেকে রাস্তায় বাহির হওয়া মাত্রই উক্ত বিবাদীগনসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন বিবাদী পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে দা, লাঠি, লোহার রড, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র সহ একাধিক মটর সাইকেল যোগে আমার প্রাইভেটকারের গতিরোধ করিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
এছাড়া আমাদের উপর পিকআপ চালাইয়া আমাদেরকে গাড়ী চাপা দিয়া হত্যার উদ্দেশ্যে ধাক্কা মারে, যার কারনে আমার গাড়ীর সামনের লোকিং গ্লাসসহ অন্যান্য যন্ত্রাংশ ভাঙ্গিয়া ক্ষতি সাধন হয়।
অভিযুক্ত আইনুল হক ভূইয়া জানান, তাহের আমাদের বড় ভাই। তাহের ভাইয়ের উপর আমরা কোনো হামলা করিনি। আমাদের উপর অনিত অভিযোগ মিথ্যা। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post