এনামুল হক কুষ্টিয়া : কুষ্টিয়া কুমারখালীতে বসত বাড়ির জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার সদকী ইউনিয়নের দরি বাটিকামারা গ্রামে।
সরেজমিনে গিয়ে জানাযায়, সদকী ইউনিয়নের দরিবাটিকামারা গ্রামের বাটিকামারা মৌজায় ১৯ শতাংশ জমিতে বসবাস করেন মৃত কিরামত আলী শেখের ছেলে আসলাম শেখ৷
তবে তার বসত বাড়ির চার পাশে বসবাস করেন আসলাম অন্য ভাইরা।
আসলামের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আমরা আপন ভাইরা আমাকে এখান থেকে তৃলে দিতে চাই।
জোর করে আমার জমি দখলে নিতে চাই আর তাই বিভিন্ন ভাবে অত্যাচার করেই আসছে।
সাম্প্রতিক আমাকে এবং আমার পরিবারের সদ্যদের হত্যার হুমকিও দিয়েছে। বর্তমানে পরিবারসহ আমি নিরাপত্তা হীনতায় ভূগছি।
এর মাঝেই গত শনিবার সকালে আমার ভাই মাসুদ, রওশন, মাসনসহ তাদের পরিবারের অন্য সদস্যরা মিলে আমার নিজ বসতবাড়ির গরুর ঘড়ের চারপাশে বালি ফেলে দখলে নিয়েছে৷
আমরা সেটা নিষেধ করলেও তারা কোন কর্নপাত করেননি এবং আমাদেন উপর হামলা করতে আসেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আসলামের ছোট ভাই মাসন। তিনি দাবি করেন এসব জমি তাদের। তাদের বড় ভাইই দখল করে আছে বলে অভিযোগ করেন।
জানাযায়, দীর্ঘদিন ধরেই আসলাম ও তার ভাইয়েদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলেই আসছে। স্থানীয়ভাবে এবং থানাতেও বসেও যার কোন সমাধন এখনও হয়নি।
তবে এই বিরোধ যদি দ্রুত নিরসন না হয় তাহলে বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

Discussion about this post