ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ৫ আগস্টে আওয়ামীলীগ নিষিদ্ধ হয়ে গেছে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। জুলাই গণহত্যা চালিয়ে তারা তাদের বেঁচে থাকার নৈতিক অধিকার হারিয়েছে।
শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টায় আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এস এম সুইট এ কথা বলেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এস এম সুইট আরও বলেন, আমরা দেখেছি কিছু চাওয়া পাওয়া, বুঝা-পোড়ার কারণে আওয়ামী প্রশ্নে একদল নমনীয়তা দেখাচ্ছে। আমরা আশা করি জুলাই আন্দোলনে তারা যেভাবে কাঁধে কাধ মিলিয়ে আন্দোলন করেছে সেই কাজটিই করবে।
তিনি আরও বলেন, ইন্টেরিমকে অতিদ্রুত আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা ও জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
এসময় সমন্বয়ক এস এম সুইট’এর নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক তানভীর মন্ডল ও ইয়াসিরুল কবির সৌরভ। এছাড়াও তলাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক এস এম শামিম, ছাত্রশিবিরের নেতাকর্মীরাসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চব্বিশের বাংলায়, সন্ত্রাসের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

Discussion about this post