কুষ্টিয়া, নিজস্ব প্রতিনিধি : দ্রুত হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। দৃশ্যমান বিচার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা। আগে নির্বাচন নই আগে বিচার বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
গত ১০ই মে শনিবার রাতে আওয়ামিলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষনার পরপরই সারাদেশে নানা কর্মসূচী পালন করছে ভিভিন্ন রাজনৈতিক সংগঠন।
তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে শুকরান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সেসময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রবিবার বিকাল সাড়ে ৫টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে প্রায় ৫ হাজার নেতাকর্মী নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
সেসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য শিক্ষাবিদ অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, সোহরাব উদ্দিন, শহর আমীর এনামুল হক, কুষ্টিয়া শহর ছাত্র শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক হাসিবুর রহমান, নাগরিক কমিটির মুজাহিদ শুভপ্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা বেলাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজাহারুল হক মমিন, সাবেক শহর শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা মাসুদ মর্তুজা প্রমূখ।
সেময় আওয়ামীলীগকে একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দেন বক্তারা। এসময় আওয়ামীলীগের সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

Discussion about this post