আজম রেহমান, ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সহযোগীতায় ইউরোপীয় ইউনিয়ন, জাতীসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ।
বাস্তবায়ন সহযোগী হিসেবে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কতৃক পরিচালিত হচ্ছে।
১৪ মে ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মাহমুদুল হাসান, এ সময় তিনি গ্রাম আদালতের কার্যক্রমকে বেগবান করার লক্ষে সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর,প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ব্যাপক ভাবে ভুমিকা পালন করবেন মর্মে উক্ত সভায় আশ্বস্ত করেন।
উক্ত সভায় উপজেলা কো-অর্ডিনেটর অগ্নি শিখা ১০টি ইউনিয়নের গ্রাম আদালতের সূচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এবং যেসকল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমে ধীর-গতি পরিলক্ষিত হয় সেসকল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রমকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

Discussion about this post