কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী সদকী ইউনিয়নের মহম্মদপুর গ্রামে রাতের আধারে ১ পরিবারের বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। সোমবার(১২ মে) রাত আনুমানিক ৯টার সময় কুমারখালীর সদকী মহম্মদপুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মহম্মদপুর গ্রামের মৃত মানিক শেখের ছেলে আবু সাঈদ জানান, এশার নামাজ শেষে বড়ি ফিরে দেখি প্বার্শবতী রজব আলীর ছেলে সাদেক,পানেয়ার বিঃ ওরফে পান্নুর ছেলে সোহরাব,মজিদ শেখের ছেলে আরিফ, ইসমাইল সর্দারের ছেলে নান্নু ও বজলু,বানিয়াকান্দি গ্রামের আজিজের ছেলে খোকনসহ আরো অনেকে আমার বসত বাড়ি দেশীয় অস্ত্র দিয়ে টিনের বেড়া কুপায়ে ও আসবাব পত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমি প্রাণ বাঁচাতে অন্যত্র পালিয়ে যায়। আইনি সহায়তা নিতে থানায় যেতেও ভয় পাচ্ছি। হামলা কারীরা সব সময় আমাদের উপর কড়া নজর রাখছে।
এবিষয়ে হামলাকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আমাদের কাছে এরকম কোন সংবাদ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post