র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ জানুয়ারি ২০২২ তারিখ বিকালে কুষ্টিয়া জেলার সদর থানার জুগিয়া শেখপাড়া উডল্যান্ড ফ্যাক্টরীর সামনে মজমপুর-ত্রিমোহনী অভিমুখী নির্মানাধীন রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে গাঁজা-১.৪৫ (এক কেজি চারশত পঞ্চাশ গ্রাম) কেজি, যাহার আনুমানিক মূল্য- ২৯,০০০/- (ঊনত্রিশ হাজার) টাকা, মোটরসাইকেল ০১টি, মোবাইল ০১টি, সীম-০২টি, নগদ ১৩৫০ টাকা সহ ০১ জন আসামী ১। মিলন মন্ডল (৩৫), পিতা- নাজির মন্ডল সাং- বারখাদা জুগিয়া, থানা- সদর, জেলা- কুষ্টিয়া ’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post