কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ সিএসএসের স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আয়োজনে উপজেলার উলাহাটি গ্রামে সিএসএস কোটালীপাড়া ব্রাঞ্চ কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিএসএস গোপালগঞ্জ জোনের রিজিওনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।
এ সময় ডাঃ খাদিজা আক্তার নিরা, সিএসএস গোপালগঞ্জ জোনের আইটি অফিসার মফিজুল ইসলাম, সিএসএস কোটালীপাড়া ব্রাঞ্চ ম্যানেজার বিলাস মন্ডল, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
সিএসএস গোপালগঞ্জ জোনের রিজিওনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান বলেন, সিএসএসের স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে প্রতি বছর আমরা এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকি। এরই অংশ হিসেবে এবারও আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। দিনব্যাপী চলা এ ক্যাম্পে ডাক্তারগণ প্রায় ২শতাধিক রোগী দেখবেন। প্রেসক্রিপশনের সাথে রোগীগের ঔষধও দেওয়া হচ্ছে। আগামীতেও আমাদের এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Discussion about this post