জাকের আলী শুভ: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৬ জন নিবন্ধিত জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই বকনা বাছুরগুলো জেলেদের মধ্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাছুর জেলেদের হাতে তুলে দেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা, মোঃ আব্দুল বারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম’র সভাপতিত্বে এ সময় কুমারখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান সহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুফলভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

Discussion about this post