রফিকুল্লাহ্ কালবী, কুষ্টিয়া :কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে কবির জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।
জেলাপ্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলাপ্রশাসক তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, পুলিশ সুপার মিজানুর রহমান ও সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। আলোচনা ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক মিজানুর রহমান (শিক্ষা ও আইসিটি)।
সন্ধ্যার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী। এতে কুষ্টিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রদর্শন করে। এবছর নজরুল জন্মবার্ষিকী পালনে নানান অসংগতি নিয়ে সুধীমহলে বিরুপ মন্তব্য করতে দেখা গেছে। অতি নিম্নমানের এ ফোর কাগজে নিমন্ত্রণ পত্র ছাপানো নিয়ে নজরুল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে নিদারুণ ক্ষোভ। অথচ এ মাসেরই শুরু’র দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালনের চিঠি ছিলো মোটা মাল্টি কালার কাগজে ছাপানো। ঐ অনুষ্ঠানেরও আয়োজক ছিলো কুষ্টিয়া জেলাপ্রশাসক। এই সুস্পষ্ট বৈষম্যের কারণ জানতে চেয়েছেন নজরুল প্রেমী মানুষ।
চব্বিশের গণ অভ্যুত্থান – কাজী নজরুলের উত্তরাধিকার’- এই শিরোনামে এবারের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকটি বিতর্কিত সাংস্কৃতিক সংগঠনকে সুযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ।

Discussion about this post