হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন ৩-এর উপ-সহকারী পরিচালক মো:আব্দুল মন্নান।
মঙ্গলবার (২৭মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ স্টেশনটি পরিদর্শন করেন।
উপ-সহকারী পরিচালক মো.আব্দুল মন্নান এ স্টেশনের কর্মকর্তা–কর্মচারীদের দিকনির্দেশনা প্রদান করেন। এর পূর্বে তিনি হাটহাজারী ফায়ার সার্ভিসের কার্যালয়ে এসে পৌঁছলে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে অভ্যার্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অত্র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ও ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো.মাহফুজ রিবেন।
উপ-সহকারী পরিচালককে সালাম প্রদান করে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।

Discussion about this post