হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবক মাহমুদর হাসান পাতা দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
তিনি নতুন আমদহ গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাহমুদর হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দুপুরের তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুল হক জানান,মাহমুদর হাসান পাতা দৌলতপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক।তবে গুলিসহ তাঁর আটকের বিষয়টি জানি না।বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Discussion about this post