মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
তিনি জানান, চলতি বছরের যেই সেশন শুরু হবে, সেই সেশন থেকেই মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। তিনি স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরু ও সুষ্ঠু পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

Discussion about this post