ইরফান উল্লাহ, ইবি :
লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা।
শুক্রবার (২১ জুন) রাত একটা নাগাদ ভারতের রেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন ঐ শিক্ষার্থী। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন সম্পন্ন হয়। কিন্তু এরপর আর জ্ঞান ফেরেনি তার।
এবিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন,” শান্তা মনোযোগী ছাত্রী ছিল। এমনকি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরও পরীক্ষা দিতে পারবে কিনা সে ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছে। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। তার পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক সেই কামনা করছি।”

Discussion about this post