মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পুলিশ বাহিনী বিশেষভাব প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২৩ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রাজবাড়ি বর্তমান নাম মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, যারা মপ সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। একইসাথে পুলিশ বাহিনীরও যদি কারও ভুল থেকে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবো। এসময় তিনি পুলিশ ট্রেনিং সেন্টারের পরিবেশ দেখে ভূয়সী প্রশংসা করেন।
এরআগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় পিটিসি কর্তৃপক্ষ। পরে তিনি পুলিশ ট্রেনিং সেন্টারের একাডেমিক হল পরিদর্শন করে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণরত পুলিশদের খোঁজখবর নেন। পরে তিনি শহীদ পুলিশ পরিদর্শক আকরাম হোসেন বিদ্যাপীঠসহ অতিথি পরিবহনে চড়ে তিনি পুরো কমপ্লেক্স ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কামন্ডার এ এইচ এম কামরুজ্জামান বিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলামসহ ট্রেনিং সেন্টারে কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগেি তিন গাজীপুরে রকালিয়াকৈর মৌচাক হটিকালচার সেন্টার পরিদর্শন এবং বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সশস্্র বাহিনী, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভাপপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।

Discussion about this post