সংবাদ বিজ্ঞপ্তি: জেলা পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষের সাথে সনাক, কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৫ জুন জেলা পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার মতবিনিময় সভা কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ আব্দুস সালাম, সহকারী পরিচালক ডাঃ মোঃ নওয়াব আলী, সচেতন নাগরিক কমিটির সভাপতি আসমা আনসারী মীরু, সহ-সভাপতি শাহজাহান আলী, সদস্য সুভাশীষ সাহা, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম প্রমুখ।
সনাক এর উদ্যোগে আয়োজিত সভায় সনাক কর্তৃক কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের কমিউনিটি মনিটরিং এবং কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ উপস্থাপন করা হয়। মতবিনিময় সভায় মোঃ আব্দুস সালাম বলেন, জেলা পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ সকলের বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের কোন কোন সীমাবদ্ধতা সত্তে¡ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। সনাকের সুপারিশসমূহ গুরুত্বসহকারে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। আসমা আনসারী মীরু বলেন, সনাক-টিআইবি আপনাদের সহযোগি হিসেবে কাজ করছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে আপনাদের কার্যকরী পদক্ষেপ আমাদের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে ভ‚মিকা রাখছে। উল্লেখ্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নারীবান্ধব সেবা নিশ্চিত করা, ব্র্রেস্ট ফিডিং কর্নার, নারীসেবা সম্পর্কিত পৃথক তথ্য বোর্ড স্থাপন, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করাসহ প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে সনাকের পক্ষ থেকে ১২টি সুপারিশ উপস্থাপন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//

Discussion about this post