ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে উপজেলার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
আদালতের বিচারক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে মহেশপুরের বিভিন্ন প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

Discussion about this post