মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় জনসচেতনা সৃষ্টির লক্ষে একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে ফলজ-বনজ ওষুধি চারা রোপন করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফলজ-বনজ ও ওষুধি চারা রোপন উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসরাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসরাম বলেন, মির্জাপুর উপজেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি মাদ্রাসা এবং ১০ টি কলেজে একযোগে ফলজ-বনজ ও ওষুধি চারা রোপন করা হয়েছে। জাম, মেহগনী, কড়ই, নিম, বকুল, সোনালু, জারুল, কৃষ্ণচুড়া, কাঠালসহ বিভিন্ন প্রজাতির পলজ-বনজ ও ঔষধী চারা রয়েছে। এর আগে গত ২৮ জুন উপজেলার ১৭০ টি সরকারি বিদ্যালয়ে একটি করে কৃষ্ণ চুড়া, একটি করে জারুল এবং একটি করে সোনালু গাছের চারা রোপন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ-বনজ ও ওষুধি চারা রোপন করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উৎসব মুখর পরিবেশে বৃক্ষ রোপন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, লার্নিং এক্সরলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ-বনজ এবং ঔষধী চারা রোপন করা হচ্ছে।

Discussion about this post